বিজ্ঞানীরা দেখেছেন, যুক্তরাজ্যে স্টিলনক্ট ব্র্যান্ড নামে বিক্রি হওয়া জলপিডেম নামের ওষুধে ভয়াবহ হৃদরোগের আশঙ্কা নাটকীয়ভাবে বেড়ে যায়। ৩৫ মিলিগ্রামের এ ওষুধ বছরে ৬০টির মতো খেলে হৃদরোগের আশঙ্কা ৫০ শতাংশের মতো বেড়ে যায়। ডেইলি এক্সপ্রেস এ খবর দিয়েছে।
কোনো গবেষণায় এই প্রথম ঘুমের ওষুধের সঙ্গে হৃদরোগের সমস্যার সম্পর্ক থাকার কথা জানানো হলো। গবেষণার ফল হৃদরোগ বিষয়ক সবচেয়ে বড় এক সম্মেলনে উপস্থাপন করা হয়।
এ গবেষণার পরও বিজ্ঞানীরা অবশ্য ঘুমের ওষুধের কারণে হৃদরোগ হয় কি না সে ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নন এবং জলপিডেম প্রস্তুতকারী প্রতিষ্ঠান বলেছে হৃদরোগের সমস্যার পেছনে ওষুধটির কোনো ভূমিকা আছে বলে তাদের জানা নেই।
তবে এ গবেষণার সঙ্গে জড়িতরা বলছেন, পাঁচ হাজারেরও বেশি মানুষের ওপর চালানো এ গবেষণাই উদ্বিগ্ন হওয়ার জন্য যথেষ্ট।
সূত্র : জিনিউজ
No comments:
Post a Comment