• Breaking News

    Excellent Blog for Recipes Video Tutorials.

    Comments system

    কাঁটাতারের নিচ দিয়ে পার হচ্ছেন মাদার তেরেসা



    ১৯৯১ সালের ঘটনা। সে সময় বিরাটির মদনিনগরে মিশনারিজ অফ চ্যারিটির প্রধানের পদে নির্বাচন। মাদার তেরেসাও প্রতিদ্বন্দ্বিতা করছেন। দারুন টেনশনে তিনি। দিলীপ বন্দ্যোপাধ্যায়ের সে সময়কার একটি ছবি তোলার ঘটনা প্রকাশ করেছে সংবাদ প্রতিদিন।

    নির্বাচনের টেনশনে কাঁটাতারের তলা দিয়েই পার হওয়ার চেষ্টা করছেন মাদার তেরেসা। সেই দুর্লভ মুহূর্তের ছবি সঙ্গে সঙ্গে ফ্রেমবন্দি করে ফেললেন প্রখ্যাত স্টিল ফটোগ্রাফার দিলীপ বন্দ্যোপাধ্যায়৷ এর আগে এই ছবিটি মুম্বাইয়ের শিল্পপতি মুকেশ আম্বানি কিনেছিলেন। এখন সেই ছবিটি রবিবার বিকেল ৩টায় ফের নিলাম হতে চলেছে দক্ষিণ কলকাতার রাসেল স্ট্রিটের অকশন হাউস ‘দ্য রাসেল এক্সচেঞ্জে'।
    এমন নানা মুহূর্তই জীবন্ত হয়ে উঠেছে দিলীপের ক্যামেরায়। কোথাও ধরা পড়েছে সিটি ল্যান্ডস্কেপ। আবার কোথাও বহমান জীবনকেই লেন্সবন্দি করে ফেলেছেন তিনি। বিগত তিন দশক ধরে ক্যামেরা কাঁধে ঘুরে বেড়িয়েছেন গোয়া থেকে গুজরাট, কাবুল থেকে কার্গিল। তাঁর ক্যামেরায় ধরা পড়েছে মধ্য এশিয়ার তাসখন্দের ছবি, ধরা পড়েছে আফগানিস্তান, সুদান, মায়ানমারের ছবি। উত্তর-পূর্ব ভারতের আদিবাসীদের জীবন থেকে ক্রমশ হারিয়ে যাওয়া রোজকার জীবনযাপনের ছবি এই মুহূর্তে ক্যামেরাবন্দি করার কাজে ব্যস্ত দিলীপ। কিছুদিনের মধ্যেই তা বই আকারে প্রকাশ পাবে।
    অকশন হাউসের মালিক আরশাদ সালিম জানান, কোনো অকশন হাউসে এই ধরনের ছবির নিলাম ভারতে এবারই প্রথম ।

    ليست هناك تعليقات:

    إرسال تعليق

    Fashion

    Beauty

    Travel