• Breaking News

    Excellent Blog for Recipes Video Tutorials.

    Comments system

    সৌদি আরবে অভিবাসীরা ৮ বছরের বেশি থাকতে পারবে না

    সংবাদ২৪.নেট ডেস্ক : সৌদি আরবে অভিবাসীরা আট বছরের বেশি থাকতে পারবে না। দেশটির সরকার নিজেদের নাগরিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির জন্য একটি আইন পাস করার পদক্ষেপ নিচ্ছে। এই আইন পাস হলে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের অনেক শ্রমিককে দেশে ফিরে আসতে হবে। সৌদির শ্রম মন্ত্রণালয় নাগরিকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য ‘নিতাকাত’ নামের একটি আইন পাসের চিন্তা করছে। এই আইনে এ ধরনের একটি ধারা সংযুক্ত করা হচ্ছে। এর ফলে দেশটিতে বিদেশি শ্রমিকের সংখ্যা কমে আসবে। এর ফলে সৌদির নাগরিকরা অধিক বেতনে চাকরি পাবে। প্রস্তাবিত আইন অনুযায়ী একজন অভিবাসী যদি তার স্ত্রী এবং দুই সন্তান নিয়ে বাস করে তাহলে সেই পরিবার দুইজন শ্রমিক হিসেবে বিবেচিত হবে। দম্পতি দেড় পয়েন্ট এবং দু্ই সন্তানকে অর্ধেক পয়েন্ট ধরে আর একজন শ্রমিক হবে। একজন অভিবাসী তিনজন শ্রমিক মানের সঙ্গী নিয়ে থাকতে পারবে। তবে ফিলিস্তিনিদের মতো যারা স্বদেশচ্যুত তারা এর আওতায় পড়বে না। খবর এনডিটিভির।

    ليست هناك تعليقات:

    إرسال تعليق

    Fashion

    Beauty

    Travel