• Breaking News

    Excellent Blog for Recipes Video Tutorials.

    Comments system

    এসএসসি ও সমমানের পরীক্ষা ৯ ফেব্রুয়ারি শুরু


    ssc.jpg


















    নিজস্ব প্রতিবেদক: আগামী ৯ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ওইদিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে ১৬ মার্চ পর্যন্ত। ১৭ থেকে ২২ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের টানা অবরোধে পরীক্ষা পিছানো হবে কিনা- এ নিয়ে দ্বিধায় ছিল শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক। গতকাল শনিবার এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, চলমান রাজনৈতিক সংকটের কারণে আসন্ন এসএসসি পরীক্ষা পিছানো হবে না । তিনি বলেন, দেশের পরিস্থিতি এখন ভালো। পরীক্ষা পেছানোর প্রশ্নই আসে না। সময়মতো পরীক্ষা হবে এবং ফল দেয়া হবে।
    গতকাল ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহিলা কলেজের প্রভাষক সাইদুল ইসলামকে দেখতে যান মন্ত্রী। গত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ভোট গ্রহণশেষে ভোটের সরঞ্জামাদি নিয়ে ফেরার সময় দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোল বোমায় দগ্ধ হন। মন্ত্রী ঘুরে ঘুরে বেশ কয়েকজন পেট্রোল বোমায় দগ্ধ রোগীকে দেখেন। তাদের স্বজনদের সাথে কথা বলেন এবং তাদের চিকিত্সার খোঁজ-খবর নেন।
    শিক্ষামন্ত্রী বলেন, আমাদের দেশের কিছু মানুষ অমানবিক, পশুসুলভ। মানবতাবিরোধী কার্যকলাপের জন্য দেশের মানুষ বিপর্যয়ের মধ্য কাটাচ্ছে।

    By : hello-today.com

    ليست هناك تعليقات:

    إرسال تعليق

    Fashion

    Beauty

    Travel